চট্টগ্রামে এস আলমের কারখানা থেকে সরানো ১৪টি গাড়ির মধ্যে ১০টি গাড়ি মইজ্যার টেকের কারখানায় ফেরত আনা হয়েছে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে অবহিত বলে জানা গেছে।
শনিবার রাতে এসব গাড়ি সংশ্লিষ্ট কারখানায় বুঝিয়ে দেওয়া হয়।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত বলেন, ১০টি গাড়ি এস আলমের কারখানায় ফিরিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
কর্ণফুলী থানার ওসি জহিরুল ইসলাম বলেন, গাড়িগুলো এস আলমের কারখানাতেই রয়েছে। তবে বিএনপি নেতা বা তাদের প্রতিনিধিদের কেউ ফেরত দিয়ে গেছেন কিনা এটি তিনি জানেন না।
জানা গেছে, আরও চারটি গাড়ি বাইরে রয়েছে। সেগুলোও গোয়েন্দা নজরদারিতে আছে।
শুক্রবার মধ্যরাতে কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় অবস্থিত একটি কারখানা থেকে ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়া হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ তত্ত্বাবধানে এসব গাড়ি সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। গাড়ি বের করে নেয়ার বের সময় বিএনপি নেতার উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। গণমাধ্যমে প্রকাশ হয় সংবাদ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান মনসুর এস আলমের কোনো সম্পদে কাউকে হাত না দেওয়ার আহবান জানানোর পর মূলত গাড়িগুলো জব্দের হাত থেকে রক্ষা পেতে বিএনপি নেতাদের তত্ত্বাবধানে নিরাপদে সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ উঠে।
এরপর তিন বিএনপি নেতাকে শোকজ এবং সর্বশেষ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।
এমএ/ জই