দুর্যোগ ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক শনিবার (৩১ আগস্ট) বেলা দেড়টার দিকে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নতুন ব্রিজ সংলগ্ন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
এ সময় বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমদ, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ, রাঙামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার ভুমি মেহনাজ শারবীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় তিনি ক্ষতিগ্রস্ততের পুনর্বাসনে সবরকম সহযোগীতার আশ্বাস দেন।
এমএ/ জই