মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

এসআলমের দামি গাড়িগুলো সরালো কারা, বিএনপি নেতা এনাম জড়িত?

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে এস আলমের মইজ্যার টেকের ফ্যাক্টরি থেকে ১৪ টি বিলাসবহুল হাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

গাড়িগুলো কি সরিয়ে নিরাপদ কার হলো নাকি অন্য কোন উদ্দেশ্য আছে এটা স্পষ্ট না হলেও অনেকেই একে পটিয়া কানেকশন বিষয়ক যোগসূত্র ভাবছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন সূত্রের দাবি এস আলমের সম্পদ বিক্রী করে গ্রাহকদের দেনা মেটানোর বাংলাদেশ ব্যাংক গভর্নরের বক্তব্যের পর ঘনিষ্ঠ বিএনপি নেতার আশ্রয়ে নেয়া হতে পারে নিরাপত্তার জন্য।

এ সময় ঘটনাস্থলে চট্টগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের ড্রাইভার মনসুর, চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব পিবলু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিএনপি নেতা এনামুল হক এনাম বলেন, কয়েকটি সংবাদ মাধ্যমে আমাকে জড়িয়ে সংবাদ দেখে আমি বিস্মিত।

গতকাল সন্ধ্যায় কালুরঘাট এলাকায় মীর গ্রুপের একটি কারখানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও বিএনপি পরিচয়ে চাঁদা দাবি করতে গেলে তারা আমাকে ফোন করে, আমি ওই এলাকার বাসিন্দা ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ভাইয়ের সহায়তায় কিছু লোক পাঠাই। তবে এস আলমের কারখানায় সমস্যার বিষয়ে আমি কিছু জানিনা।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর