বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

পুলিশ হেফাজতে নির্যাতনের সেই মামলা পুন:তদন্তের নির্দেশ

আদালত প্রতিবেদক, চাটগাঁর চোখ

পাঁচলাইশের সাবেক ওসি নাজিম গং এর বিরুদ্ধে পুলিশ হেফাজতে নির্যাতনের মামলা পিবিআই কে পুন: তদন্তের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের বিজ্ঞ ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত।

কিডনী রোগীর স্বজন মোস্তাকিমকে নির্যাতনের ঘটনা প্রায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হয়।

মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ এর আইনী সহায়তায় দায়ের হলে মামলাটি এফআইআর ভুক্ত করে সিআইডি কে তদন্তের নির্দেশ দেন বিজ্ঞ মহানগর দায়রাজজ আদালত।

অভিযোগ রয়েছে সিআইডি মামলা সঠিক ভাবে আসামিদের সংগঠিত অপরাধ তদন্ত না করে তাতের রক্ষা করতে একটি দায়সারা প্রতিবেদন দাখিল করে।

বাদী পক্ষে মামলা পরিচালনাকারী মানবাধিকার আইনজীবীদের তদানিনন্তন সিএমপি কমিশনার তদানিন্তন এডিসি প্রসিকিউশনকে দিয়ে হুমকি ও চাপ সৃষ্টি করে। বাদী না রাজি দিলেও সিআইডি রিপোর্ট গ্রহন করেত মামলা খারিজ করে দেয়া হয়।

এর বিরুদ্ধে বাদী পক্ষে মানবাধিকার আইনবিদগণ রিভিশন দায়ের করলে আজ বৃহস্পতিবার উক্ত আদালতে তা শুনানী শেষে বাদীর অভিযোগ পুন: তদন্তের জন্যে পিবিআই কে নির্দেশ দেন।

এমএ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর