ত্রাণবাহী ট্রাক দুর্ঘটনায় পড়ে চবির অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্হা গুরুতর বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে মিরসরাইয়ে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত দুই শিক্ষার্থী হলেন, পরিসংখ্যান বিভাগের ফাহিম আহমাদ পলাশ ও সাদমান হায়দার। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনায় ফাহিম আহমাদ পলাশের পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত হয়েছে। এ ছাড়া আঘাতের ফলে অনেক রক্তক্ষরণ হয়েছে। আরেক শিক্ষার্থী সাদমান হায়দারেরও পা ভেঙে গেছে। দুইজনই ট্রাকের সামনের সিটে বসা ছিলেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বিভাগ থেকে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী সংগ্রহ করে ১২ থেকে ১৫ জন শিক্ষার্থী সোমবার দিবাগত রাত ৩টায় নোয়াখালীর সেনবাগের উদ্দেশ্য যাত্রা করেন।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৌঁছালে সড়কের আরেকটি গাড়ির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়।
গত তিন দিন যাবৎ বন্যাকবলিত মানুষকে সাহায্য করার লক্ষ্যে পরিসংখ্যান বিভাগ থেকে টাকা ও ত্রাণসামগ্রী সংগ্রহ করেন শিক্ষার্থীরা।
এমএ/ জই