মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

বায়তুশ শরফ ও ইসলামিক ফাউন্ডেশনে ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীরা অসাধারণ ভূমিকা রেখেছে। গণমাধ্যমগুলোতে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা যেভাবে তুলে ধরা হয়েছে, সেভাবে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকার কথা আসেনি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে নগরীর ধনিয়ালাপাড়ায় বায়তুশ শরফ কমপ্লেক্সে আন্দোলনে অংশ নেওয়া মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার কাজ করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তি আহতদের পাশে এসে দাঁড়িয়েছে। আহতদের চিকিৎসা জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে বেআইনিভাবে মামলা দায়ের করা হয়েছে, তাদের অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’

এর আগে, ধর্ম উপদেষ্টা বায়তুশ শরফের প্রধান দায়িত্বশীল মুহাম্মদ আবদুল হাই নদভীসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়কে স্বচ্ছ, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত করার পাশাপাশি হজব্রত পালনের খরচ যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার উদ্যোগ নেওয়ার কথা জানান।

এ ছাড়া বৃহস্পতিবার সকালে উপদেষ্টা ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন করেন।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর