শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

সরানো হলো সিএমপি কমিশনার এসপি ও ডিআইজিকে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম জেলা পুলিশ সুপার এবং চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) চট্টগ্রাম থেকে সরানো হয়েছে।

বুধবার (২১) আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের চট্টগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনাকে সংযুক্ত করা হয়েছে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে।

এছাড়া এবং জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনস্বার্থে এ আদেশ কার্যকর হবে বলেও জানানো হয় ওই প্রজ্ঞাপনে।

এর আগে গত ২৩ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পান মো. সাইফুল ইসলাম।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর