শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

নিজ গ্রামে গেলেন উপদেস্টা ফারুক ই আজম

হাটহাজারী প্রতিনিধি

মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেস্টা ফারুক ই আজম বীর প্রতীক সোমবার (১৯ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী ফরহাদাবাদে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন এবং এলাকার প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সাথে সাক্ষাত ও বিভিন্ন বিষয়ে আলাপ করেছেন।

এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) শোয়েব আহমদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেজামিন শারবীন,হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মানিক, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিয়াজ মোর্শেদ, উপদেষ্টার ছোট ভাই সায়েদ এ আজম সেলিম. রাশেদ এ আজম বেদার, ফোরকান এ আজম পাপ্পু, ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুর, বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. ফয়েজ আহমেদ, মুজিব, রোকন, ওমর ফারুক চৌধুরী জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া তিনি নগরের দামপাড়া পুলিশ লাইন্সের বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদে দেখতে যান। এ সময় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি।

সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপারেশন্স) মো. আব্দুল ওয়ারীশ এবং জেলা প্রশাসক ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস রিলিজ

সর্বশেষ

এই বিভাগের আরও খবর