বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪ আগষ্ট ২০২৪, রোজ বুধবার চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাধীন ৪৩ টি ওয়ার্ডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি।
১৫ আগষ্ট ২০২৪, রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ৪৩ টি ওয়ার্ডে মিছিল ও সমাবেশ এবং বিকাল ৩ টায় মহানগর বিএনপির উদ্যোগে কাজীর দেউরী মোড়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী ১৬ আগষ্ট ২০২৪, রোজ শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, বিগত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনে নিহত বিএনপি নেতাকর্মী এবং সাম্প্রতিক ছাত্রজনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মহানগর বিএনপির উদ্যোগে বাদে আসর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
তাছাড়া ৪৩ টি ওয়ার্ডের জামে মসজিদেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।
প্রেস রিলিজ