ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত নাছির উদ্দিন চৌধুরী, যিনি শিবির নাছির দীর্ঘ ২৬ বছর পর রোববার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন।
জ্যেষ্ঠ জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, নাছিরের বিরুদ্ধে সর্বশেষ দুটি মামলা ছিল। মামলা দুটির জামিনের কাগজপত্র কারাগারে আসার পর যাচাই বাছাই করে সন্ধ্যা ৭টার দিকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।
সর্বশেষ তিনটি হত্যা মামলার মধ্যে একটি মামলায় গত বৃহস্পতিবার দ্রুত বিচার ট্রাইবুন্যাল থেকে জামিন দেওয়া হয়েছে দীর্ঘদিন কারাগারে থাকার কারণে। আর বাকি দুটি মামলায় পি/ডব্লিউ প্রত্যাহার হয়েছে, যার কারণে তিনি কারাগার থেকে রোববার ছাড়া পান।
নব্বইয়ের দশকে চট্টগ্রাম নগরী ও জেলায় ত্রাস সৃষ্টি করে দীর্ঘদিন আলোচনায় ছিলেন নাছির। ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তিনি শিবির নাছির হিসেবেই পরিচিত ছিলেন চট্টগ্রামে।
১৯৯৭ সালে নগরীর চকবাজার এলাকায় তাকে ধরতে পুলিশের অভিযানের সময় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই সময় যা চট্টগ্রামে খুব আলোচনার জন্ম দেয়।
পরে ১৯৯৮ সালের এপ্রিলে চট্টগ্রাম কলেজের একটি ছাত্রাবাস থেকে নাছিরকে গ্রেপ্তার করে পুলিশ।
এমএ/ জই