শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

কারা বিদ্রোহের চেষ্টা চট্টগ্রাম কারাগারে,পরিস্হিতি এখন নিয়ণ্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কিছু কয়েদি বিদ্রোহ করেছে। কারারক্ষীরা রাবার বুলেট ছুঁড়ে, ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেনা বাহিনী রয়েছে এলাকায়।

শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে এ বিদ্রোহ শুরু হয়। পরে কারাগারে অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা।

লালদিঘীর পার এলাকার বাসিন্দারা জানান, কেন্দ্রীয় কারাগারে ব্যাপক গুলির শব্দ শোনা যায়। বাইরে থেকেও কিছু মানুষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করে।

কারারক্ষীরা তাদের নিবৃত্ত করেছে। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনার সময় রাস্তা-ঘাটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জেল সুপার মঞ্জুর হোসেন বলেন, জুমার নামাজের পর কিছু কয়েদি বিদ্রোহ করে। এসময় কারাগারে পাগলা ঘণ্টা বাজানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পক্ষ থেকে ফাঁকা গুলি করা হয়। এসময় কতজন আহত হয়েছে, তা এখনও বলা যাচ্ছে না। কারাগারের ভিতরে সেনাবাহিনী রয়েছে।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর