মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি

রাঙ্গামাটিতে শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপিত হয়েছে। পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তির এই দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। শনিবার (০২ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি রিজিয়ন ও সেনা জোনের উদ্যোগে শান্তি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শহরের কল্যাণপুর এলকায় বেলুন উড়িয়ে শান্তি চুক্তির বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা শুরু হয়। র‌্যালিটি শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে সদর জোন মাঠে গিয়ে র‌্যালিটি শেষ হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, জিটুআই মেজর মো. আসফিকুর রহমান অতিরিক্ত পুলিশ মো. মারুফ হোসন পৌর
মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।
জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, ‘আজ শান্তি চুক্তি সম্পাদক হয়েছে বিধায় তিন পার্বত্য জেলায় পাহাড়ি-বাঙালি সকলে মিলে আমরা সম্প্রতির মধ্যে বসবাস করছি। চুক্তির পরে তিন পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এখানকার মানুষ নানা সুবিধা পাচ্ছে। যাতে তাদের জীবন মান উন্নয়ন হয়েছে।
রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়, সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি, সহ-সভাপতি বৃষ কেতু চাকমা, অভয় কুমার চাকমা প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ের দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত বন্ধ হযেছে এবং চুক্তির ৭২ টি ধারার মধ্যে ৬৫ টি ধারা বাস্তবায়িত হয়েছে বাকিগুলো পর্যাযক্রমে বাস্তবায়ন করতে সরকার আন্তরিক।’
তিনি আরও বলেন, ‘শান্তি চুক্তির পর থেকে পুরো পার্বত্য চট্টগ্রামে সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি সৃষ্টিসহ শান্তির সুবাতাস ফিরে আসে। পাহাড়র শান্তির এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানানে হয়।’
বিকেলে রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শহরের জজকোর্ট প্রাঙ্গণ থেকে র‍্যলি শুরু হয়ে পৌরসভা চত্বরে এসে শেষ হয়। আরোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 

সর্বশেষ

এই বিভাগের আরও খবর