পরিবেশ নিয়ে যুক্তরাজ্যের দ্য চাটার্ড ইনস্টিটিউশ্ন অব ইয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট( সিআইডব্লিউ) আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় সেরা ৫০ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের ফটো সাংবাদিক কমল দাশের ছবি। ছবিটি সেরা ২০ “হৃদয়গ্রাহী” ছবির পুরস্কার জিতে নিয়েছে।
প্রতিযোগীতায় ১৬০ টি দেশের ১ হাজায় ৫২৪ জন আলোকচিত্রী অংশ নেয়। তাদের পাঠানো ২ হাজার ৪৪৫ ছবির মধ্যে জুম বাংলার সিনিয়র ফটো সাংবাদিক কমল দাশের ছবিটি সেরা ৫০ এর তালিকায় নির্বাচিত হয়েছে। ছবিটির শিরোনাম ‘ ইটভাটায় শ্রমিকের গায়ে আটকে যাওয়া লাল ধুলো’।
ছবিটি লন্ডনের ডেইলি মেইল পত্রিকা সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ছবিটি লন্ডনে প্রদর্শিত হবে অন্যান্য নির্বাচিত ছবির সাথে।
উল্ল্যেখ্য, ছবিটি চট্টগ্রামের একটি ইটভাটায় তোলা। মেধাবী এই তরুন আলোকচিত্রী এর আগেও নানা আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেছেন