চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. মুছা (৫৫) প্রকাশ ট্যাক্সি মুছা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার দরগাহ রাস্তার মাথা (শাহজাহান শাহ মাজার গেট) এলাকায় অটোরিকশার সাথে টমটমের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।
নিহত মুছা ফটিকছড়ি পৌরসভা ১নং ওয়ার্ডের মুল্লুক শাহ চৌধুরী বাড়ির মো. হাফেজের ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে আহত ছেলেকে দেখে শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন মুছা। হাটহাজারীর দরগাহ রাস্তার মাথা (শাহজাহান শাহ মাজার গেট) এলাকার দক্ষিণ পাশে পৌঁছালে টমটম ও অটোরিকশার সংঘর্ষে তিনি নিহত হন।
তথ্যটি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার সেকেন্ড অফিসার আনিসুর রহমান।
চচ/আরপি