চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে নাশকতার অভিযোগে গেল ১১ দিনে নগরের বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা দায়ের করা হয়েছে।
সবশেষ মামলাটি দায়ের করা হয় আকবর শাহ থানায়। এতে ৩৭ জনের নাম উল্লেখ করে ৭০-৭৫ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।
এসব মামলায় গত ২৪ ঘণ্টায় (২৬ জুলাই সকাল ৮ টা থেকে ২৭ জুলাই সকাল ৮টা) ২৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে গত ১১ দিনে মোট ৪৭৬ জন ‘নাশকতাকারীকে’ গ্রেফতার করা হয়েছে।
সিএমপি’র অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মোহাম্মদ তারেক আজিজ আজ শনিবার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
চচ/আরপি