শাহ আমানত সেতু এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টায় বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা।
এসময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হলেও চমেক হাসপাতালে ২ জন ভর্তি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চমেক হাসপাতালে চিকিৎসা নেওয়া দুইজন হলেন আরেফিন শুভ ও মো. মোরশেদ। এদের মধ্যে আরেফিন সিটি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। মোরশেদ রিকশাচালক।
চমেক হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য বলেন, সংঘর্ষের ঘটনায় আহত দুইজন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে আরেফিন নামে একজন ছাত্র রয়েছেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অন্যজন রিকশাচালক, টিয়ারশেলে অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এছাড়াও জিইসি মোড়, নতুন ব্রীজ, কল্পোলোক, মুরাদপুর, ষোলশহর – ২নং গেইট যেনো পরিনত হয়েছে রণক্ষেত্রে। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিবিদ্ধ দুজনসহ আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন।
এদিকে জিইসি মোড় এলাকায় আন্দোলনকারী এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
এছাড়া খুলশী থানা এলাকার চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের পাশের গলিতে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় লেগুনা থেকে নামিয়ে কয়েকজন শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে একদল লাঠিসোঁটাধারী যুবক।
চাটগাঁর চোখ/ এইচডি