কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। এতে চট্টগ্রাম নগরের সড়কে যানবাহন একেবারেই কম দেখা গেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে নগরের আগ্রাবাদ, চৌমুহনি, বাদামতল, কাজির দেউড়ি, চকবাজার, জামালখান, আন্দারকিল্লা, নিউমার্কেট, বদ্দারহাট, মোহরা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
চট্টগ্রামের অভ্যন্তরে এবং দূরপাল্লার মহাসড়কগুলোতে যানবাহন চলছে না। নগরের সব কিছু প্রায় স্বাভাবিক। দোকান পাট খুললেও বেশ কিছু দোকানপাট এবং বিপণী বিতান বন্ধ থাকতে দেখা গেছে। সর্বাত্মক এ শাটডাউনে লোকজনকে রাস্তায় বের হতে দেখা যায়নি। খুব প্রয়োজন ছাড়া লোকজন তেমন একটা বের হচ্ছে কম। কমপ্লিট শাটডাউন-এ কর্মসূচির সাথে পরিচয় না থাকায় অনেকের মধ্যে কৌতুহলও কাজ করেছে। এছাড়া লোকজনের মধ্যে একধরনের ভীতিও দেখা গেছে।
নগরের সড়কগুলোতে রিকশা চলাচল করলেও গণপরিবহণ ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা যায়নি। এদিকে জামালখান মোড় এলাকায় দেখায় যায়, গণপরিবহনের চলাচল তেমন নেই। সকাল থেকে এসব এলাকায় গণপরিবহনের সাথে সাথে ব্যাক্তিগত গাড়িও তেমন দেখা যায় নি। জামালখান মোড়ে দাড়িয়ে থাকা এক যাত্রী বলেন, প্রায় দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। একটা গাড়িও নেই। শুধু রিক্সার চলাচলটায় বেশি। রিক্সাওয়ালার ভাড়াও বেশি চাচ্ছে।
নতুন ব্রিজ এলাকায় কিছু যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। যাত্রীরা জানায়, অনেকক্ষন ধরে তারা বাসের জন্য দাড়িয়ে থাকলেও কোন ধরনের বাস সেখানে চলাচল করছে না। এদিকে সকালে নতুন ব্রিজে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থী এবং সাংবাদিকসহ বেশ কয়েক জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধেরও খবর পাওয়া গেছে।
সকাল থেকে নগরের দুই নম্বর গেইট, মুরাদপুর ও লালদীঘির পাড়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ নগরের ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। চট্টগ্রামে ৩ প্লাটুন বিজিবি ও ৩টি রায়ট কন্ট্রোল গাড়ি সহযোগে একটি বড় বিজিবি দল মাঠে রয়েছে। বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে নগরী, হাটহাজারী ও চন্দনাইশ উপজেলাসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টহলে রয়েছে।
এদিকে বাস মালিক সমিতি সরকারের নির্দেশে বাস চলাচলের ঘোষণা দিলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত বদ্দারহাট এবং নতুন ব্রিজের বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
চট্টগ্রামের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি হাটহাজারীতে মাদ্রাসার ছাত্ররা কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এবং আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও তাদের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে।
প্রসঙ্গত, গতকাল বুধবার কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ফেসবুক পেজ থেকে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
চাটগাঁর চোখ/ এইচডি/ জই