শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

প্রতিবাদি পোস্টার হাতে চবির তিন শিক্ষক

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যনারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষক।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘ছাত্র নির্যাতনের প্রতিবাদে আমরা’ পোস্টার হাতে প্রতিবাদ জানান তারা।

প্রতিবাদ জানানো তিন শিক্ষক হলেন, চবির বায়োক্যামিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জিএইচ হাবিব এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেছা চৌধুরী।

কোটা সংস্কার আন্দোলনের জেরে সারা দেশে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৬ জুলাই) দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে আন্দোলকারীরা রাস্তায় নেমে আসে।

আন্দোলনকারী, ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে তিন ছাত্রসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শতাধিক।

চচ/আরপি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর