চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীদের রাতের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক কিলোমিটারের মধ্যে সব কটেজ ও মেস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বুধবার দুপুর আড়াইটা থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় রুটের শাটল ট্রেন চালুর ঘোষণা দেওয়া হয়।
এরপর শাটল ট্রেনও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আবাসিক হলগুলোতে প্রতিটি কক্ষ সিলগালা করার সিদ্ধান্ত হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে টানা কয়েকদিনের সংঘাতের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
একইসঙ্গে আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রীদের ও রাত ৯টার মধ্যে ছাত্রদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৭ জুলাই) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫১তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনলাইনে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বুধবার দুপুর আড়াইটা থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় রুটের শাটল ট্রেন চালুর ঘোষণা দেওয়া হয়। এরপর শাটল ট্রেনও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আবাসিক হলগুলোতে প্রতিটি কক্ষ সিলগালা করার সিদ্ধান্ত হয়েছে।
চবি প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম জানান শিক্ষার্থীরা আবাসিক হল ছাড়ার পর প্রতিটি কক্ষ সিলগালা করা হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনার পরপরই সকাল থেকে চবির আবাসিক হল ছাড়তে শুরু করেন আবাসিক শিক্ষার্থীরা।
এর আগে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়ার জন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে গতকাল ও আগের দিন সোমবার দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এমএ/জই