চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজারের মাছ বাজারের পাশে পড়ে ছিলো আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের নিথর দেহ।
স্থানীয়রা দেখতে পেয়ে থানাকে অবহিত করেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিচয় জানা যায়নি। মরদেহের শরীরে কোন ধরণের আঘাতে চিহ্ন পাওয়া যায়নি জানালেন পুলিশ।
সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার এসআই মিন্নাত আলী বলেন, সুরতহাল শেষে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
চচ/আরপি