বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

জিইসি, ২নং গেইট, মুরাদপুর এলাক রণক্ষেত্র

চট্টগ্রাম জুড়ে সংঘর্ষ, দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া আর দফায় দফায় সংঘর্ষে সোমবার (১৫ জুলাই) দুপুর থেকে উত্তপ্ত চট্টগ্রাম। চট্টগ্রামের জিইসি, ২নং গেইট, মুরাদপুর এবং প্রবর্তক এলাকা এখন রণক্ষেত্র পরিনত হয়েছে। এসব এলাকায় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা চলমান রয়েছে। অসমস্থতী সূত্রে চট্টগ্রামে দুইজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। তবে এটি গুজব কিনা নিশ্চিত হওয়া যায় নি। এদের একজন পথচারী অন্যজন  চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার (১৬ জুলাই) সাড়ে তিনটা থেকে ষোলশহর ২ নং গেইট এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশের শুরু হয়। শিক্ষার্থীরা মাইকে নানান ধরনের স্লোগান দিচ্ছেন। এসময় বেশ কিছু যুবককে দেখা গেছে লাঠি হাতে। ষোলশহর এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা মুরাদপুরের দিকে মিছিল নিয়ে এগোতে থাকলে সেখানে আগে থেকে অবস্থানরত ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। সর্বশেষ বিকেল ৪টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা আশপাশের বিভিন্ন গলি ও ভবনের ছাদে অবস্থান নিয়ে পাথর ছুড়ছে। শিক্ষার্থীরাও পাল্টা পাথর ছুড়ছেন তাদের দিকে। সর্বশেষ তথ্য অনুযায়ী ২নং গেটের ষোল শহর এলাকা ও মুরাদপুরের বিভিন্ন এলাকায় সব থেকে বেশি সংঘর্ষ হয়েছে।

প্রবর্তক মোড় এলাকায় বিক্ষোভ করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে তারা নগরের প্রবর্তক মোড়ে গিয়ে বিক্ষোভ করেন। জিইসির আশপাশের এলাকায়ও বিক্ষোভের ঘটনা ঘটেছে।

এছাড়া চট্টগ্রামে কোটা সংস্কার ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা। কুমিরায় বেসরকারি এ বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে চট্টগ্রাম ও ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া চারটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে আছে।

দেশের বিভিন্ন জায়গায় কোটা আন্দোলন

জানা গেছে, রাজধানীর সায়েন্স ল্যাব, ফার্মগেট, টিএসসি, শাহবাগ, মিরপুর, বনানী, উত্তরা, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, মৌচাক, শনির আখড়াসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন।

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল হয়েছে।
কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে মিছিল করেন। অপরদিকে তাদের বাধা দিতে লোহার রড, লাঠিসোটা ও পাইপ নিয়ে প্রতিটি হলের সামনে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের ওপর ককটেল হামলা হয়েছে।

কোটা সংস্কারের দাবিতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়কে বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের বাধা।

বরিশাল বিএম কলেজ রণক্ষেত্র। কলেজের গেটে দুই পক্ষের সংঘর্ষ চলছে। পরিস্থিতি উত্তপ্ত। পুলিশ দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা করছে।

বরিশালে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ। দুই পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছে।

আশুলিয়া-গাবতলী-ধউর সড়ক অবরোধ করেছে ড্যাফোডিল, ইস্টার্ন, সিটি এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের সামনে রাস্তা অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ।

রংপুরে জিলা স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কোটা সংস্কারের দাবি আদায়ে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে।

চাটগাঁর চোখ/ এইচডি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর