জলবায়ু পরিবর্তনের হুমকি থেকে দেশকে রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান।
শনিবার (১৩ জুলাই) চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। ‘সবুজে সাজাই দেশ’ প্রতিপাদ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, আমাদের পৃথিবীর পরিবেশ জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে। আমাদের বাসস্থান একটাই। বৃক্ষরোপণের গুরুত্ব অনুধাবন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৬ জুলাই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন এবং প্রত্যেককেই বৃক্ষরোপণের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড়ের আঘাত থেকে গাছ উপকূলীয় মানুষদের রক্ষা করে। প্রতিবার আমরা দেখি সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করে, কারণ সেখানে অনেক গাছ আছে। আমরা আমাদের এই অঞ্চলের উপকূলে গাছের চারা রোপণ করে মানুষকে রক্ষা করতে চাই। সকলকে উদ্বুদ্ধ করতে হবে যেন পরিবেশ রক্ষায় আমরা সবাই মিলে অংশগ্রহণ করি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা পৃথিবীতে থাকবো না, তবে যে গাছগুলো আমরা রোপণ করবো সেগুলো যুগ যুগ ধরে রয়ে যাবে। পৃথিবীকে অক্সিজেন দেবে। জলবায়ু পরিবর্তনের হাত থেকে দেশকে রক্ষা করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে অন্তত তিনটি বনজ, ফলদ ও ভেষজ চারা রোপণের নির্দেশনা দিয়েছেন। শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ওয়াসিকা আয়শা খান বলেন, ব্র্যাকের মতো স্বনামধন্য প্রতিষ্ঠান বৃক্ষরোপণের মতো কর্মসূচির আয়োজন করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
আশা করি, ব্র্যাক সব সময় মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে। এ সময় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
ব্র্যাকের চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক মো. ইনামুল হাসানের সঞ্চালনায় এবং আনোয়ারার ইউএনও মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মুজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট চুমকি চৌধুরী।
এতে অন্যদের মধ্যে ব্র্যাকের পক্ষ থেকে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর, সহযোগী পরিচালক মো. বেলায়েত হোসেন ও ডেপুটি প্রোগ্রাম হেড মো. আলাউদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
চচ/আরপি