রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ছালামত আলীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
মামলায় অন্য আসামিরা হলেন কামাল মিয়া, খোরশেদ উল্লাহ ও প্রণব কুমার চক্রবর্তী।
এছাড়া ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন একই সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম।
আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, রিয়াজউদ্দিন বাজার রহমতুন্নেছা রোডস্থ আশরাফ মার্কেটের জায়গা দখলে নেওয়ার এবং ৩০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণ নাশের হুমকির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
চচ/ এমএ/ জই