শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

সন্দ্বীপে মগধরায় চেয়ারম্যান পদে সমীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সন্দ্বীপ প্রতিনিধি : 

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে রবিউল আলম সমীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার দেবাশীষ দাস এ ঘোষনা দেন।

সমীর মগধরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। এর আগে উক্ত পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও যাছাই- বাছাইয়ে ইউপি মেম্বার পদ বহাল রেখে প্রার্থী হওয়ায় ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়।

পরে বৈধ ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে রবিউল আলম সমীর কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। ২৭ জুলাই ইভিএম পদ্ধতিতে এ নির্বাচন হওয়ার কথা ছিল।

উল্লেখ্য বিগত ৮ মে অত্র ইউনিয়নের চেয়ারম্যান এস.এম আনোয়ার হোসেন পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ পদটি শুন্য হয়।

চচ/আরপি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর