শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

চমেক হাসপাতাল থেকে ৫ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নাম্বার মেডিসিন ওয়ার্ডের ভেতর থেকে ৫ জন দালালকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- শাহাদাত হোসেন (২৪), সুজন সিংহ (২৮), গোলাম কিবরিয়া (২৬), আবুল কালাম (৩২), আব্দুল আউয়াল (৩১)। তারা বেসরকারি বিভিন্ন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, আটককৃতরা বিভিন্ন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ভুল বুঝিয়ে তাদের নির্ধারিত ল্যাবে নিয়ে রোগী হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন। আনসার সদস্যরা তাদের হাতেনাতে মেডিসিন ওয়ার্ড থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হয়েছে।

চাটগাঁর চোখ/ এইচডি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর