মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

সিস্টেম গ্রুপের জিএমবিএফ এওয়ার্ড অর্জন

গ্লোবাল মুসলিম বিজনেস ফোরাম জিএমবিএফ সম্মলনে চট্টগ্রামের সিস্টেম গ্রুপ সফল উদ্যাক্তা এওয়ার্ড লাভ করেছে।গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী হাজি ফাদিল্লাত বিন হাজি ইউসুফের কাছ থেকে মর্যাদাপূর্ণ এ এওয়ার্ড গ্রহণ করেন।

মালয়েশিয়ার সারওয়াকের কুচিংয়ে অনুষ্ঠিত ফোরাম সম্মেলনে বিশ্বের ৩৭ টি দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।তাঁরা অনুকূল বিনিয়োগ পরিবেশসহ নানা বিষয়ে মতবিনিময় করেন।

সম্মেলন প্রসঙ্গে সিস্টেম গ্রুপ চেয়ারম্যান ফজলুল আজিম বলেন, ‘মুসলিম বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের ব্যবসা-বিনিয়োগ সংক্রান্ত নানা বিষয়ে সফল মতবিনিময় হয়েছে – এটি একটি চমৎকার অভিজ্ঞতা। আমরা আমাদের দেশে বিভিন্নখাতে বিনিয়োগ সম্ভাবনার নানা দিক তুলে ধরেছি এবং সিস্টেম গ্রুপের বিভিন্ন খাতে বিনিয়োগ সুবিধা সম্পর্কে অবহিত করেছি।’

শীর্ষ ব্যবসায়ীদের অনেকে হালাল ব্যবসার নীতি অনুযায়ী বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন এবং শীগগিরই একটি প্রতিনিধিদল সিস্টেম গ্রুপের বিভিন্ন প্রকল্প পরিদর্শনের লক্ষ্যে সফরে আসবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, সম্মেলনে এটি আমাদের জন্য বড় অর্জন।

সব মিলিয়ে এ সম্মেলন মুসলিম ব্যবসায়ীদের জন্য একটি বড় সুযোগ সৃস্টি করেছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে অংশগ্রহণকারী ব্যবসায়ীগন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সৌজন্যে আয়োজিত গালা ডিনারেও অংশগ্রহন করেন। সম্মেলনে আইটি ও ট্যুরিজমে অবদানের জন্য বিভিন্ন ব্যবসায়ীদেরকেও এওয়ার্ড প্রদান করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর