বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলাস্থ হাদিফকিরহাট এলাকায় পিক আপের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুলাই) সকালে রাস্তা পার হতে গেলে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যাংক কর্মকর্তার নাম অরুণ কান্তি দাশ (৬৩)। তিনি উপজেলার গাছবাড়িয়া এলাকার মৃত তেজেন্দ্র কুমার দাশের ছেলে। অরুন কান্তি বাংলাদেশ কৃষি ব্যাংক হাদিফকিরহাট শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী পিকআপ ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর তথ্য জানতে খোঁজখবর নিচ্ছেন বললেন কুমিরা হাইওয়ে পুলিশের এসআই আলমগীর হোসেন।

চচ/আরপি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর