নগরের বায়েজিদ বোস্তামী থানার তুলাতলি এলাকার ময়লার ভাগাড় থেকে বস্তাবন্দী মানবভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জুলাই) সকালে থানা পুলিশ ঘটনাস্থালে গিয়ে এ মানবভ্রূণ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অবৈধ গর্ভপাতের পর মানবভ্রূণটিকে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। ডাস্টবিনে পড়ে থাকা মানবভ্রূণ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
মানবভ্রূণ ওজন এক কেজির মতো। পরে স্থানীয়দের সহায়তায় মানবভ্রূণটি দাফন করা হয়।
চাটগাঁর চোখ/ এইচডি