মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

রুপালী হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

পোড়া তেল ও ক্ষতিকর রাসায়নিক খাবারে

নিজস্ব প্রতিবেদক :

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে চট্টগ্রামের আগ্রাবাদের হোটেল রুপালি ক্যান্টিনকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) নগরীর আগ্রাবাদের লাকি প্লাজায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা করেন চট্টগ্রাম সিটি করপোরেশন।

অভিযানের নের্তৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল ও রাসায়নিক ব্যবহার করে খাবার তৈরি ও বিক্রির অপরাধে হোটেল রুপালি ক্যান্টিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তায় এ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চচ/আরপি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর