মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

জয়লাভের আশা নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন এম এ সালাম

৩০শে নভেম্বর( বৃহস্পতিবার)  চট্টগ্রাম – ৫ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৫৮ জন আগ্রহী প্রার্থী। এর মধ্যে বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন ১৪ জন।

 

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, আমি নেত্রীর নির্দেশনা মোতাবেক প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছি। আমি সারাজীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আশা করছি, নির্বাচনে বিপুল ভোটে আমি জয়লাভ করবো।

 

বৃহস্পতবার বেলা সোয়া ১১টায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন জমা দেন তিনি। মনোয়নপত্র জমাদান কালে তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ‍্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম,উপদেষ্টা সিরাজ উদ দৌল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কদর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী,জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব জাফর আহমেদ,দিদারুল আলম বাবুল,শওকতুল আলম,মোহাম্মদ সেলিম উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান,উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম সহ হাটহাজারীর বিভিন্ন ইপি’র চেয়ারম্যানবৃন্দ,হাটহাজারী উপজেলা,চসিকের ১নং দক্ষিণ পাহাড় তলী ও ২নং জালালাবাদ ওয়ার্ডের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ

সর্বশেষ

এই বিভাগের আরও খবর