শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

পতেঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

পতেঙ্গা সৈকত জোনে ওয়াকওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল চালক ওয়াকওয়ের পতেঙ্গা সৈকত জোনে এক শিশুকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালানোর সময় চরপাড়া স্লুইজ গেট এলাকায় নিজেও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে শিশু এবং চালক দুজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করি আমরা। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিতে চেষ্টা করছি আমরা।

চাটগাঁর চোখ/ এইচডি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর