বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

মনোনয়ন জমাদান উৎসব চট্টগ্রামে

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র  জমা দিলেন চট্টগ্রাম এর প্রার্থীরা। এবারের নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসন থেকে মোট ৮৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন এবং এ পর্যন্ত ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মনোনয়ন পত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি বলেন, “আমাদের সরকারের নীতি হচ্ছে, কারো সাথেই বৈরিতা নয়, সবার সাথে মিত্রতা।“

তিনি আরো বলেন, “নির্বাচনের জন্য প্রার্থিতা ঘোষণা, মনোনয়নপত্র সংগ্রহ করা, মনোনয়নপত্র জমা দেওয়া, এগুলোর মাধ্যমে আসলে পুরো দেশ আজকে নির্বাচনী আমেজের মধ্যে আছে। এই ডামাডোলের মধ্যে বিএনপি-জামায়াতের নির্বাচন বর্জনের যে ডাক সেটি হাওয়ায় মিলিয়ে গেছে। মানুষ এখন নির্বাচনমুখী হয়ে গেছে।”সেই সাথে তিনি আওয়ামী লীগের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে বলে সতর্ক করেছেন ।

ইতোমধ্যে চট্টগ্রাম-৭ আসন থেকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সহ আরো যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন,  চট্টগ্রাম-১৩ আসন থেকে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-৬ আসন থেকে এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-১১ আসন থেকে এম আবদুল লতিফ, চট্টগ্রাম ৮ আসন থেকে মহিউদ্দীন বাচ্চু  ও চট্টগ্রাম- ৯ আসন থেকে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ।

বুধবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন

 

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইশতিয়াক ইমনের কাছে মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সাংবাদিকদের বলেন, দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ৭ জানুয়ারির নির্বাচনের জন্য, মনোনয়নপত্র জমা দিতে এসে বুঝতে পেরেছি উৎসবমুখর পরিবেশে সুন্দর একটি নির্বাচন হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে চতুর্থবারের মতো মনোনয়ন দেওয়ায় আমি ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাচ্ছি। আমি সবার দোয়া চাই, অতীতের মতো আমি যেন আপনাদের সেবা করতে পারি।

এর আগে ২৮ নভেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী।  ।

এ প্রসঙ্গে ফজলে করিম চৌধুরী বলেন , বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই; তিনি এবারসহ সাতবার আমাকে মনোনয়ন দিয়েছেন। ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচিত হয়েছি। এবারও নির্বাচনে অংশগ্রহণ করছি। সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি অংশগ্রহণ করুক৷ বিএনপিকেও আহ্বান জানাব তারা যেন অংশগ্রহণ করে

মনোনয়নের বিষয়ে মহিবুল হাসান নওফেল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে চট্টগ্রাম-৯ আসনে মনোনয়ন দিয়েছেন। সংসদ সদস্য হয়ে আমি আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। প্রধানমন্ত্রী আমাকে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। মানসম্মত শিক্ষা বাস্তবায়নে আমি দিনরাত পরিশ্রম করেছি।

জমাকৃত ১৪ টি মনোনয়নপত্রের মধ্য হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ৩ জন, আওয়ামী লীগ থেকে ৫ জন, বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে ১জন, জাসদ থেকে ২জন ,ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে ২ জন এবং ন্যাশনালিস্ট ফ্রন্ট বি এন এফ থেকে ১ জন।

এছাড়াও, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ওসমান গণী ও মমতাজুল হক চৌধুরীকে তৃণমূল বিএনপি’র প্রার্থী ঘোষণা করা হয়। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে তৃণমূল বিএনপি’র দলীয় কার্যালয়ে দলের মহাসচিব এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এক সংবাদ সম্মেলনে এই দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।

 

সর্বশেষ

এই বিভাগের আরও খবর