শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

মাঝারি থেকে অতিভারী বৃষ্টি সপ্তাহ জুড়ে

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সপ্তাহজুড়ে সারাদেশে মাঝারি থেকে অতিভারি বৃষ্টি হবে। আগামী সপ্তাহের শুরুর দিকে বৃষ্টিপাতের এ প্রবণতা কমতে পারে।

বুধবার (৩ জুলাই) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরো জানায়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে।

টানা ভারী বর্ষণে এরিমধ্যে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রোববার (৩০ জুন) সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়। এতে কোথাও কোথাও গোড়ালি থেকে হাঁটুসমান পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট ও অলিগলি। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমান ৫দশমিক ১ মিলিমিটার।

চাটগাঁর চোখ/ এইচডি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর