শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

রেয়াজুদ্দিন বাজারে অনিয়মে গড়া ভবন ভাঙবে সিডিএ

চট্টগ্রাম নগরের অন্যতম বড় বাজার রিয়াজউদ্দিন বাজারকে সাজাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে নতুন জরিপ করবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। জরিপের পর সংস্থাটির নিয়ম না মেনে যেসব ভবন নির্মিত হয়েছে সেসব ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৩০ জুন) সকালে সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান। রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মার সঙ্গে এ বৈঠক করেন সিডিএ চেয়ারম্যান।

সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মৃত্যুকূপ উপহার দিয়ে যেতে পারিনা। আমাদের সুন্দর ও পরিকল্পিত নগরী উপহার দিয়ে যেতে হবে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন্ শামস্, সচিব মোহাম্মদ মিজানুর রহমান, উপসচিব অমল গুহ, নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ, নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ, নির্বাহী প্রকৌশলী আ.হ.ম. মিছবাহ্ উদ্দিন অথরাইজড অফিসার-১ মো: হাসান, অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. ওমর ফারুক ভূঁইয়া।

চাটগাঁর চোখ/ এইচডি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর