মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

বায়েজিদে দেয়াল ধসে নারী আহত

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর কিশোয়ান কারখানার পেছনে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক নারী আহত হয়েছেন।

রোববার (৩০ জুন) সকালে এ ঘটনা ঘটে। আহত নারীর নাম জেসমিন আক্তার (২৫)।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, একটি নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীরের দেয়াল ধসে এক নারী সামান্য আঘাত পেয়েছেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস সেখানে যায়।

তিনি আরো বলেন, টানা বৃষ্টির কারণে ভবনের প্রাচীরের নিচের মাটি নরম হয়ে যাওয়ায় দেয়াল ধসে পড়েছে বলে আমরা ধারণা করছি।

চাটগাঁর চোখ/ এইচডি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর