শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

নিহতদের মরদেহ প্রেরণ ও আহতদের খোঁজখবর নিলেন মেয়র

রিয়াজউদ্দিন বাজার তামাকুন্ডী লেইন মার্কেটে অগ্নিকান্ডে নিহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

শুক্রবার (২৮ জুন) সকালে চমেক হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি হওয়া রোগীদের সমবেদনা জানান মেয়র।

দুর্ঘটনায় নিহতদের মরদেহ জরুরী ভিত্তিতে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন মেয়র এবং চিকিৎসারতদের যাতে কোন অসুবিধা না হয় সে ব্যাপারে সতর্ক থাকার জন্য কর্তব্যবত চিকিৎসকদের নির্দেশ দেন।

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী নিহতদের মাগফেরাত কামনা করেন এবং গভীর শোক ও পরিবারের সদস্যদেও প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, নগরের রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদীয়া মার্কেটে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ দুই নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ৩ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন- সাতকানিয়ার বাসিন্দা মো. রিদুয়ান (৪৫), মো. শাহেদ (২৮) ও ইকবাল (২৬)।

চাটগাঁর চোখ/ এইচডি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর