সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪ জন।
বৃহস্পতিবার (২৭ জুন) ভোর সাড়ে চারটায় গ্রেফতার করা হয়।
মো. রাসেলকে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী তরুণীর করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
এ ঘটনায় এসএ করপোরেশনের সঙ্গে সকল কার্যক্রম স্থগিত করেছে পাহাড়িকা-উদয়ন এক্সপ্রেস ট্রেন কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, বুধবার রেলওয়ে থানায় ৪ জনকে আসামি করে মামলা করেন ভুক্তোভোগী নিজেই। ৪ জনই রেলওেয়েতে কাজ করা এস.এ. কর্পোরেশনের কর্মচারী। এরমধ্যে জামাল, শরীফ ও রাশেদুলকে বুধবারই গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
ভুক্তভোগী নারী চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে। তার যাবতীয় পরীক্ষা- নিরীক্ষা হওয়ার কথা রয়েছে আজ। এ ঘটনায় এসএ করপোরেশনের সাথে সকল কার্যক্রম স্থগিত করেছে পাহাড়িকা-উদয়ন এক্সপ্রেস ট্রেন।
চাটগাঁর চোখ/ এইচডি