মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

জলোচ্ছ্বাস-ভূমিধসের সতর্ক বার্তা দিল চসিক

চট্টগ্রামে জলোচ্ছ্বাস ও ভূমিধসের বিষয়ে সতর্ক বার্তা দিলো চট্টগ্রাম সিটি কর্পােরেশন।

বুধবার (১৯ জুন) চসিক সচিব মােহাম্মদ আশরাফুল আমিনের স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে কাউন্সিলরদের প্রয়ােজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেছে চসিক।

আবহাওয়া অফিসের সতর্কবার্তা অনুসারে আগামী ৩ (তিন) দিন সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাব উত্তর বঙ্গাপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সষ্টি হয়েছে।

এর প্রভাবে উত্তর বঙ্গাপসাগর উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়াে হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম সিটি কর্পােরেশনের বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে মর্মে আবহাওয়া অধিদপ্তর কর্তৃক আজকের সতর্কবাণীত উল্লেখ রয়েছে। সতর্ক বার্তায় চট্টগ্রাম বন্দরকেও ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের সতর্ক বার্তা অনুযায়ী জলোচ্ছ্বাস এবং ভূমিধসের বিষয়ে যথাযথ প্রতিরােধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কাউন্সিলরদের জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পােরশন।

এছাড়া, কর্পােরেশনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা প্রদান করেছে চসিক।

চচ/আরপি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর