ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ।
মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৮ হাজার ৩৯ ভোট পেয়ে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু আহমেদ চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৭৪ ভোট।
আজ বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রাকিবুজ্জামান (রেনু)।
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়ে আনারস প্রতীকে ৪০২ ভোট পেয়েছেন আহম্মদ হোসেন। অন্যদিকে ভোটের মাঠ থেকে সরে যাওয়ার ঘোষণায় ‘কাগুজে’ প্রার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম খোকন দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৯৭ ভোট।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে টানা তৃতীয় বার নির্বাচিত হয়েছেন বৈদ্যুতিক বাল্ব প্রতীকের প্রার্থী মৌ. মো. সোলাইমান। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৭শ ১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রুপম দেব উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ২শ ১৯ ভোট। অপর প্রার্থী মোহাম্মদ একরামুল হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫শ ৩০ ভোট।
অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খালেদা আক্তার চৌধুরী।
চন্দনাইশ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৯১ হাজার ৬ শত ৭ জন। তার মধ্যে চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ছিলো ৬১ হাজার ৯২১ টি। এর মধ্যে বাতিল হয়েছে ১২০৯ টি ভোট। এই পদে প্রদত্ত বৈধ ভোট ৬০ হাজার ৭শ ১২টি। যার শতকরা হার- ৩১.৬৮%।
অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ছিলো ৬১ হাজার ৬শ ২১ টি। এরমধ্যে বাতিল হয়েছে ২১৫৯টি। এই পদে প্রদত্ত বৈধ ভোট ৫৯ হাজার ৪৬২টি। যার শতকরা হার- ৩১.০৩%।
চচ/আরপি