ফেনী সদর মডেল থানার ওসির নাম ভাঙ্গিয়ে এক শিক্ষকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
ওসি মর্ম সিংহ ত্রিপুরা গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাদী হয়ে জামায়াত নেতা ও তার ভাইকে আসামি করে মামলাটি করেন। এর আগেই ওইদিন সন্ধ্যায় চাঁদা সংক্রান্ত একটি অডিও ফাঁসের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী ফেনী জেলা কমিটির পক্ষ থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত নেতার নাম জাকির হোসেন। তিনি জেলা জামায়াতে ইসলামীর রোকন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী পৌর শাখার সাবেক সহকারি সেক্রেটারি ছিলেন।
এদিকে বৃহস্পতিবার রাতে ফেনী জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরাকে বদলি করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ শামসুজ্জামানকে ফেনী মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মর্ম সিংহ ত্রিপুরাকে ‘নিয়মিত’ কাজের অংশ হিসেবে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি বলেন, “এটি রুটিন বলদি। ওসিকে ক্লোজড করা হয়নি। যে কোনো সময় যে কোনো কর্মকর্তাকে বদলি করা হতে পারে।” ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, তিনি স্বাভাবিক বদলি হয়েছেন। চার মাস ১৭ দিন থানায় দায়িত্ব পালন করেছেন। নোয়াখালী পুলিশ একাডেমিতে তিনি পাঁচ দিনের প্রশিক্ষণরত রয়েছেন। প্রশিক্ষণ শেষে প্রতিদিন বিকালে তিনি থানায় দায়িত্ব পালন করছেন।
জামায়াত নেতা জাকির হোসেনের বিরুদ্ধে ওসির করা মামলার অভিযোগে বলা হয়েছে, জাকির হোসেন মিয়া জেলার ছাত্র সহসমন্বয়ক হিসেবে পরিচিত। মোবাইল ফোনে এক অডিও ক্লিপের মাধ্যমে জানতে পারেন, ফেনী আলিয়া মাদ্রাসার সদ্য বহিষ্কৃত অধ্যক্ষ মাহমুদুল হাসানের নাম একটি মামলার অভিযোগপত্র থেকে বাদ দিতে চাঁদা দাবি ও গ্রহণ করা হয়।
মামলায় আরও বলা হয়, “এরই মধ্যে চাঁদার প্রথম দফায় এক লাখ এবং অপর দফায় দুই লাখ টাকা আসামি জাকির ও তার ভাই আমির গ্রহণ করে। আসামিরা আমার (ওসি) নাম ভাঙ্গিয়ে চাঁদা গ্রহণ করায় বিষয়টি অবগত হয়েছি।” পরবর্তীতে বিষয়টি ঊধ্বর্তন কর্মকর্তাদের জানালে তাদের নির্দেশে মামলা করেছেন বলে জানান মর্ম সিংহ ত্রিপুরা। মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই মোতাহের হোসেন বলেন, “মামলার এজহারনামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলাম ফেনী জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সংগঠনের শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারার ২ উপধারা অনুসারে জাকির হোসেন মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।” এসব বিষয়ে জানতে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা জাকির হোসেন মিয়ার মোবাইল নম্বরে কয়েকবার ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।
সূত্র: বিডিনিউজের।
এনইউ/জই
চাঁদাবাজি: জামায়াত নেতাকে বহিষ্কার, ওসির মামলা
চাটগাঁর চোখ ডেস্ক