ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেয়ায় ৪ তরুণকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে ফেনীর সদর উপজেলার পশ্চিম সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আবছারের ছেলে মো. অমিত হাসান (১৮), এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭) সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭), মো. শাহীনের ছেলে রিজন (১৬)। এদের মধ্যে জিসান ও শরীফুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে অমিত হাসানের ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেন নিলয় নামে একই এলাকার এক কিশোর। শুক্রবার রাতে সোনাপুর ইসলামি সেন্টারের সামনে অমিত হাসানসহ ৬/৭ জন কিশোর নিলয়কে হা হা রিয়েক্ট দেয়ার কারণ জিজ্ঞেস করলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে পকেটে থাকা ছুরি দিয়ে অমতিসহ বাকিদের ওপর হামলা চালায় নিলয়। এতে অমিতসহ চারজন আহত হন। পরে গুরুতর আহতাবস্থায় রিজন ও শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজে আনা হয়। বাকি দুইজন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এনইউ/জই