বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫, আহত ২০

সারাবাংলা ডেস্ক :

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ২০ জন।

রোববার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সেউজগাড়ি ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌টি‌ বিকেল ৫টায় বের হয়। পথে সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় পৌঁছালে র‌থের গম্বুজ‌টি রাস্তার ওপরে থাকা হাইভোল্টে‌জের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসে।

র‌থের গম্বুজ‌টি স্টি‌লের হওয়ায় বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসার সঙ্গে সঙ্গে তা‌রে আগুন লে‌গে যায়।

এ সময় র‌থে থাকা এবং আশপাশের অন্তত ৩০ জন আহত হন। প‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যাওয়ার পর পাঁচজন মারা যান।

এখন পর্যন্ত নিহতদের মাঝে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- অলোক, আতশী, নরেশ ও রঞ্জিতা। এছাড়াও সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নারীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। যদিও এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চচ/আরপি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর