চাটগাঁর চোখ চট্টগ্রাম ভিত্তিক একটি অনলাইন নিউজ পোর্টাল।আমরা বলছি আমাদের দৃষ্টি জুড়ে চট্টগ্রাম।
চট্টগ্রামের সংস্কৃতি,রাজনীতি,ইতিহাস-ঐতিহ্য,সৌন্দর্য,সমস্যা ও সম্ভাবনা- সর্বোপরি চট্টগ্রামের স্বাতন্ত্র্যকে ধারন করার প্রয়াসে ২০২২ এর জানুয়ারিতে অনানুষ্ঠানিক যাত্রা শুরু করে চাটগাঁর চোখ ।
চাটগাঁর চোখ ডট কম অনলাইন নিউজ পোর্টাল হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ২রা ডিসেম্বর ২০২৩ সালে।
২৪/৭ সংবাদ প্রকাশের এ পোর্টালটি দক্ষ ও প্রশিক্ষিত একদল সংবাদ কর্মীর সামষ্ঠিক প্রয়াসে চমৎকার অঙ্গসৌষ্ঠব ও সঠিক সংবাদ মাধ্যম হিসেবে সহস্র অনলাইন পাঠকের আস্থার জায়গায় স্থান করে নিয়েছে।
জরুরী সংবাদ, তথ্য বিশ্লেষণ,মন্তব্যসহ পাঠক চাহিদার সবদিকে চোখ রেখে চলেছে চাটগাঁর চোখ।
জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক আজাদির সাবেক বার্তা সম্পাদক একে এম জহুরুল ইসলাম চাটগাঁর চোখ এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্বে রয়েছেন।
কোন আরোপিত শক্তির সমর্থন বা আনুকূল্য নয়,মুক্তিযুদ্ধের চেতনা এবং পাঠক- শুভাকাঙ্খীর আস্থা ও ভালোবাসাই চাটগাঁর চোখ এর শক্তি।
সাংবাদিকতায় পূর্ণ পেশাদারিত্ব ও সর্বোচ্চ মান বজায় রেখে সঠিক সময়ে সঠিক সংবাদ পরিবেশনেই মনযোগী চাটগাঁর চোখ।
এ অঙ্গিকারে আশাতীত সাড়ায় আমরা অনুপ্রাণিত।
আমাদের পরিচিতি
একেএম জহুরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক
মফিজুল আলম
ব্যাবস্থাপনা উপদেষ্ঠা
সামশুল হুদা মিন্টু
ব্যাবস্থাপনা সম্পাদক
সুবির চৌধুরি
বিজনেস ডেভেলপমেন্ট অফিসার
রায়হানুল ইসলাম
সহযোগী সম্পাদক
মিনহাজুল আলম মারুফ
সহকারী ব্যাবস্থাপক
অফিস ব্যাবস্থাপনা ও যোগাযোগ